অনলাইন প্লাটফর্ম করবে বিসিক

২৪ জুন, ২০২০ ২৩:২৫  
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা দিতে একটি অনলাইন মার্কেটিং প্লাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এ জন্য সারাদেশে বিসিকের ৭৬টি শিল্পনগরীতে একটি করে পণ্য প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। পরে উক্ত প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রগুলোকে অনলাইন মার্কেটিং প্লাটফর্মের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে। এরমাধ্যমে সারাদেশের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য অলনাইনে বিক্রয় করতে পারেন। বুধবার (২৪ জুন) এ বিষয়েএজন্য অনলাইন মার্কেটিং প্লাটফর্মের প্রতিনিধিত্বকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ভিডিও কনফারেন্স করেছেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান। তার সভাপতিত্বে সভায় মোহা. সেলিম উদ্দিন, যুগ্ম-সচিব (বিরা, বেখা ও বিসিক), শিল্প মন্ত্রণালয়, বিসিক পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) ড. মোহা. আব্দুস ছালাম, পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মো. খলিলুর রহমান, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) মো. আলমগীর হোসেন প্রমুখ সংযুক্ত ছিলেন।